অঙনওয়াড়ি কেন্দ্র থেকে নিম্নমানের জিনিস বিতরনের প্রতিবাদে গন্ডগোল
1 min read
নিজস্ব সংবাদদাতা, মালদহ —-
ওজনে কম নিম্নমানের সামগ্রী দেওয়ার অভিযোগে আইসিডিএস কর্মীর সঙ্গে হাতাহাতিতে জোরালো গ্রামবাসীরা। মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার পিপলা গ্রামের একটি আইসিডিএস সেন্টারের বুধবার এলাকার অভিভাবকদের সরকার নির্দেশিত চাল, মুসুর ডাল ও ছোলা দেওয়া হচ্ছিল। এলাকাবাসীর অভিযোগ, এই আইসিডিএস সেন্টারের কর্মী অঞ্জলি দাস প্রত্যেকটি সামগ্রী তে ওজনে কম দিচ্ছিলেন। তার সঙ্গে সঙ্গে ছোলার ওজনে কম ও নিম্নমানের দেওয়া হচ্ছিল। এই অভিযোগ তুলে ওই অঙ্গনওয়াড়ি কর্মীর সামনে গ্রামবাসীরা প্রতিবাদ করলে স্থানীয় এক অভিভাবক কে থাপ্পড় মারেন আইসিডিএস কর্মী অঞ্জলি দাস। এরপরই গ্রামবাসী ওই কর্মীর উপর চড়াও হয়। ওই আইসিডিএস কর্মীকে গ্রামবাসীরা মারধর করে এমনকি ভেতরের খাদ্য সামগ্রী ফেলে দেয়। দীর্ঘক্ষণ ওই সেন্টারে আটক করে রাখে ওই কর্মীকে। ঘটনার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অঞ্জলি দাস কে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে আসে। পুলিশ প্রশাসন সূত্রে খবর দুই পক্ষই অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত করা হচ্ছে। এই ঘটনার জেরে হরিশ্চন্দ্রপুর পিপলা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।